বার্তা
ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃষি উৎপাদনে গুরুত্বপুর্ণ অবদান রেখে চলেছে ১৩ টি ইউনিয়ন নিয়ে গঠিত নাসিরনগর উপজেলা। উপজেলা কৃষি অফিসার হিসাবে নাসিরনগরের সকল কৃষকের কল্যাণ ও সব ধরনের কৃষি সেবা নিশ্চিত করার মাধ্যমে দেশের নিরাপদ ও পুষ্টি মানসম্পন্ন খাদ্য উৎপাদন নিশ্চিত করতে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি।
কৃষিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে এবং লাগসই কৃষি প্রযুক্তি গ্রহণে কৃষকদের উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে মাঠ পর্যায়ে প্রদর্শনী বাস্তবায়ন, মাঠ দিবসের আয়োজন, ফিল্ড স্কুল পরিচালনা, কৃষকের মোবাইল ফোনে কৃষি ভিত্তিক এপ্স ইনস্টল সহ বিভিন্ন ধরণের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দক্ষ্ ও আধুনিক কৃষিজ্ঞান সম্পন্ন কৃষক গড়ে তোলার লক্ষ্যে বছরের বিভিন্ন সময়ে উপজেলা কৃষক প্রশিক্ষণ সেন্টারে কৃষকদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়ে থাকে। কৃষি যান্ত্রিকীকরণ এবং শস্য নিবিড়তা বৃদ্ধির লক্ষ্যে সার, বীজ, সেচসহ আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ, প্রাপ্তি ও বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। বানিজ্যিক কৃষির উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে উচ্চমূল্য শস্য উৎপাদন ও বহুমুখীকরণে উত্তম কৃষি চর্চাসহ মাঠ পর্যায়ে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় উৎপাদন বৃদ্ধি ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে পতিত জমি চাষের আওতায় নিয়ে আসা, কৃষক সেবাকেন্দ্রের গতিশীলতা বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করা সহ কৃষকের কৃষি সম্পর্কিত যে কোন সমস্যা সরেজমিনে মাঠে উপস্থিত হয়ে যথাযথ সমাধান ও কার্যকরী দিক নির্দেশনা প্রদান করা হচ্ছে। মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প ও প্রণোদনা কর্মসূচী বাস্তবায়নের কাজ অত্র অফিসের তত্ত্বাবধানে সততা ও নিষ্ঠার সাথে সম্পাদন করা হচ্ছে। কৃষকদের মাঝে সুষমভাবে, সঠিক সময়ে এবং ন্যায্য মূল্যে সারের প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে সার্বক্ষণিক সার, বীজ ও কীটনাশকের দোকান মনিটরিং এর কাজ অব্যাহত রয়েছে। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দূর্যোগ যেমন বন্যা, খরা, অতিবৃষ্টি, ঘুর্ণিঝড় ইত্যাদি পরবর্তী সময়ে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে বিভিন্ন ধরনের কার্যকরী পদক্ষেপ তাৎক্ষণিভাবে অতি গুরুত্বের সাথে পরিচালনা করা সম্ভব হয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত কারনে কৃষিতে এর বিরূপ প্রভাব মোকাবেলায় কার্যকরী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এছাড়া আমাদের পরিবেশকে নির্মল ও দূষণমুক্ত রাখতে রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে জৈব সারের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি এবং শস্যের রোগ ও পোকা দমনে জৈব বালাইনাশক ব্যবহারে উৎসাহ প্রদানের পাশাপাশি অরাসায়নিক এবং পরিবেশবান্ধব বিভিন্ন কৌশল ব্যবহারে কৃষকদের আগ্রহী করে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সর্বোপরি বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় তথা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল প্রকার সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়নের মাধ্যমে অত্র উপজেলার কৃষিকে একটি বৈষম্যহীন ও জনকল্যাণমুখী করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
আল-মামুন
উপজেলা কৃষি অফিসার
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস