অদ্য ২ নভেম্বর, ২০২১ মঙ্গলবার সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি, নাসিরনগর এর ১৯/১০/২০২১ তারিখ অনুষ্ঠিত সভায় উপজেলার ১৩টি ইউনিয়নওয়ারী বিভাজন অনুযায়ী ২০২১-২২ অর্থবছরে রবি মৌসুমে গম-৬০, ভূট্টা-১২০, সরিষা-৯০০, সূর্যমুখী-১০০ পেঁয়াজ-৩০ ও মসুর-১৫০ বিঘা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৩৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য সার ও বীজ বিতরণে প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করেন, ব্রাহ্মণবাড়িয়া – ১ (সাংসদ) জনাব বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা নির্বাহী অফিসার জনাব হালিমা খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব রুবিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার জনাব আবু সাঈদ তারেক, বিভিন্ন সরকারি দপ্তরের অফিসারবৃন্দ, কৃষি সম্প্রসারণ অফিসার জনাব চিন্ময় কর অপু, উপসহকারী কৃষি অফিসারবৃন্দ এবং উপকারভোগী কৃষক-কৃষাণিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS